সংস্কৃতির স্নিগ্ধ ধারায় সিক্ত হোক সবাই

ভর্তি প্রক্রিয়া


  • Ø  স্বপ্নবিকাশ কলাকেন্দ্রে প্রতি শুক্র  শনিবার বিকেল তিনটা থেকে সাতটা পর্যন্ত সরাসরি ভর্তি ফরম গ্রহণ করে ভর্তি হওয়া যাবে।
  • Ø  অনলাইনে ওয়েবসাইট এর মাধ্যমে লগ-ইন করে আইডি তৈরির মাধ্যমে ভর্তি হওয়া যায়।
  • Ø  আমাদের শিক্ষাবর্ষ প্রতি বছর জানুয়ারিতে শুরু হয়।
  • Ø  ভর্তিচ্ছুদের বয়সসীমা নির্ধারিত নেই অর্থাৎ সকল বয়সীদেরই ভর্তি করানো হয়তবে বয়স ভেদে ভিন্ন ভিন্ন ব্যাচের ব্যবস্থা রয়েছে।
  • Ø  আমাদের কোন আনুষ্ঠানিক ভর্তি পরীক্ষা নেই তবে অবশ্যই প্রাথমিক মৌখিক পরীক্ষা সম্পন্ন করার মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার জন্য অনুমতি প্রদান করা হয়।
  • Ø  সকল বিভাগের ছাত্র-ছাত্রীদের নুন্যতম চার বছর বয়স থেকে ভর্তি হবার জন্য অনুমতি প্রদান করা হয়।
  • Ø  গানের জন্য ন্যূনতম যোগ্যতা হিসেবে সুর সম্বন্ধে ধারণাবোধ, আচরণ  রুচিতে বাঙালীয়ানার ছাপ এবং স্বপ্নবিকাশ কলাকেন্দ্রেরনিয়মকানুন মেনে চলার মত মানসিকতা থাকা প্রয়োজন।
  • Ø  ভর্তি হবার জন্য অনুমতি প্রদান এর পরবর্তীতে শিক্ষার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে ভর্তি বাবদ ২০০০ টাকা এবং চলমান মাসের বেতন বাবদ  হাজার টাকা মোট  হাজার টাকা প্রদান করতে হবে। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবার পরে প্রাপ্ত মেসেজ প্রদর্শন করে খাতায় নাম উঠানো হবে।
  • Ø  ওয়েবসাইটের মাধ্যমে এবং নির্ধারিত ফেসবুক মেসেঞ্জার গ্রুপে হবে ক্লাস রুটিন নিয়মিতভাবে প্রদান করা হবে।
  •