# | Id | Title | Slug | Content | Status | Published | Post Type | ||
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | 33 | Common Menu | # | Common Menu |
active | 2023-12-28 20:19:09 | post | View Edit Delete | |
2 | 32 | শিল্পী রেজিষ্ট্রেশন | teacher-reg | https://docs.google.com/forms/d/e/1FAIpQLScwNjs4A-3EP6psUf_FVUA-SYOElnBB3yxp8wj0YypxxLpinw/viewform |
active | 2023-11-19 18:55:34 | post | View Edit Delete | |
3 | 31 | বর্ষা উৎসব সম্মাননা প্রদান-২০২৩ | Barsa-utsob-Sonmanona-2023 | সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্বপ্ন বিকাশ কলাকেন্দ্র হাঁটি হাঁটি পা পা করে পথচলার একযুগে পা দিয়েছে। এ উপলক্ষে বর্ষাবরন ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সংগীত, নৃত্য, নাট্যকলা ও চারুকলায় এবং বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সর্বমোট ৪ জনকে সম্মাননা পদক প্রদান করে। সেরা ফ্যাশন ডিজাইনার পদক বিপ্লব সাহা, নাট্যকলায় আইরিন পারভীন লোপা, নৃত্য কলায় ওয়াসেক মুক্তাদির রহমান সংগীতে সমরজিত রায় এইপদক লাভ করেন। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, ডাক ও টেলিযোগাযোগ সচিব জনাব আবু হেনা মোরশেদ জামান, বাংলাদেশ শিশু একাডেমির সম্মানীত মহাপরিচালক জনাব আনজির লিটন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন। পরিশেষে একাডেমির শিল্পীদের পরিবেশনায় সংগীত ও নৃত্যানুষ্ঠান ছিলো আকর্ষণীয়। জয় হোক সারা পৃথিবীর সুন্দর মনের মানুষদের , জয় হোক স্বপ্নবিকাশ কলাকেন্দ্রের |
active | 2023-09-29 12:38:12 | Post | View Edit Delete | |
4 | 29 | শীতবস্ত্র বিতরণ ২০২২ | shitbostro-bitoron_two | আমাদের ঘরটা অনেক ছোট... আমরা মানুষগুলোও অনেক ছোট, ছোট হলেও আমাদের স্বপ্নটা কিন্তু অনেক বড়...আমাদের স্বপ্নের আমন্ত্রণে সারা দিতে বিভিন্ন সময় আমাদের ঘরে এসে থাকে সমাজের নানা স্তরের অনুভূতিপ্রাণ মানুষগুলো...কখনো কখনো বড় মাপের কেউ আবার কখনো আত্মার আত্মীয়রুপে একেবারে সাধারণ কেউ...তবে সব কিছু ছাপিয়ে স্বপ্ন, সাধ আর সাধ্য এই তিনটি বিষয় আমাদের মনকে নতুন কোন উচ্চতায় নিয়ে যেতে কখনো রুদ্ধ করেনি আমাদের গতিপথ ... সীমিত পরিসরে সামান্য কিছু সাধ্যের মধ্যে, বুক ভরা ভালোবাসা নিয়ে স্বপ্নবিকাশ কলাকেন্দ্রের চারপাশে রাস্তার ধারে, আকাশ আর মাথার মাঝে ছাদ হিসেবে শুধু মাত্র পলিথিন আর জোড়াতালি কাপড় দিয়ে তৈরি ছিদ্রভরা ঘরে, রোদ, ঝড়, বৃষ্টি প্রতিহত করা মানুষগুলোর একটু হাসিমুখ দেখার অভিপ্রায়ে আমরা এবারই প্রথম বারের মত স্বপ্নবিকাশ কেন্দ্রের সবাইকে নিয়ে শীতার্তদের পাশে থাকার এক দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছিলাম গত ১৫/০১/২০২২ ইং তারিখে, আমাদের প্রিয় শিক্ষাগৃহ প্রাঙ্গনে। মানুষের কষ্ট গুলোকে হৃদয় দিয়ে অনুভব করার নামই যদি মনুষত্ব হয়, তাহলে সেই মনুষ্যত্বের বুনিয়াদ ছোট ছোট শিশুদের মাঝেই রচনা করতে বদ্ধপরিকর স্বপ্নবিকাশ কলাকেন্দ্র। হাজারো স্বপ্নের মেলবন্ধনে, ছোট ছোট মনগুলোকে কিছু করবার জন্য উদ্বুদ্ধ করে, কাউকে ভালোবাসার বাধঁনে আবেশিত করা যেন এক সুখের ভাষা হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য । স্বপ্নবিকাশ কলাকেন্দ্রের এক ছোট্ট শিশুর মন যখন তার মাকে বলে ওঠে, ''আমরা আগামীকাল গরিব মানুষকে শীতবস্ত্র দিব, আমার লাল সোয়েটারটা দিয়ে দিও'' এই বলে নিজের নরম উলের লাল টুকটুকে সোয়েটারটা যখন অন্য কাউকে দান করতে পারে, তখনই তৃপ্তির হাসি আর চাপা কান্না এক অদ্ভুত দ্যোতনা সৃষ্টি করে। সে এক অদ্ভুত সুরের দ্যোতনা... যে সুরে আন্দোলিত হয় হৃদয়, যে হৃদয় ভালবাসতে শেখায়, মন থেকে অন্যের জন্য কিছু করার যে শিক্ষা সাধারণকে আরো অসাধারণ করে তুলতে পারে, সত্যি বলতে...আমাদের জন্য সেটা অনেক বড় অর্জন বলে অনুধাবন করি। লাইনে দাঁড়িয়ে থাকা ছোট্ট শিশুটির মাঝে অজানা আনন্দটুকু খুঁজে পেয়েছি কিনা জানিনা তবে অনেক বেশি প্রাপ্তি না হলেও আলতো সুখের আচ্ছন্নতার চেয়ে কোন অংশেই কম ছিলনা... এক বয়স্ক মহিলা সেদিন লাইনে দাঁড়িয়ে একটা সোয়েটার দেখে কাছে এসে বলল, ''বাবা ঐ সোয়েটারটা আমাকে দিও কিন্তু ভাল লাগছে বাবা'' এরপর তা পাওয়ার পরে তার চোখে আনন্দের যে অব্যাক্ত পংতিমালা দেখেছি সেদিন, তা যেন হাজারো সংবর্ধনা আর প্রশংসাকে ম্লান করে দেয় অব্যার্থ ভঙ্গিমায়। হাজারো স্বপ্নের কুড়ি, স্বপ্নবিকাশ কলাকেন্দ্র...সেই কুড়ি একদিন নিশ্চয় ফুল হয়ে ফুটবেই ফুটবে, আপনাদের ভালোবাসা নামক বাতাস তো আছেই, ফুলের গন্ধটাকে ছড়িয়ে দেওয়ার জন্য... পাশে আছি, পাশে থাকবেন আর স্বপ্নবিকাশ কলাকেন্দ্র নামক ফুলটিকে সবার মাঝে বাতাস হয়ে ছড়িয়ে দিবেন ঠিক সূর্যদয়ের সূর্যের মত, যে সূর্যকে অনায়াসে দেখা যায়... চোখ ঝলসায় না বরং চোখের তৃপ্তি হয়... শুধু এতটুকু চাওয়া ইচ্ছে হয়ে থাক, আপনাদের কাছে.... |
active | 2023-09-19 21:02:28 | Post | View Edit Delete | |
5 | 28 | ক্লাস রুটিন | class-routin | Coming Soon |
active | 2023-09-19 18:37:13 | post | View Edit Delete | |
6 | 27 | আবৃত্তি ও শুদ্ধ উচ্চারণ বিভাগ | abrriti-uccaron-bivag | Coming Soon |
active | 2023-09-19 18:35:17 | post | View Edit Delete | |
7 | 26 | তবলা বিভাগ | tobla-bivag | Coming soong |
active | 2023-09-19 18:34:13 | post | View Edit Delete | |
8 | 25 | চিত্রাংকন বিভাগ | cittrankon-bivag | coming soong |
active | 2023-09-19 18:33:32 | post | View Edit Delete | |
9 | 24 | গিটার বিভাগ | gitar-bivag | coming soon
|
active | 2023-09-19 18:32:45 | post | View Edit Delete | |
10 | 23 | সঙ্গীত বিভাগ | songit-bivag | coming |
active | 2023-09-19 18:31:51 | post | View Edit Delete | |
11 | 22 | নৃত্য বিভাগ | nrritto-bivag | coming |
active | 2023-09-19 18:30:04 | post | View Edit Delete | |
12 | 21 | ভর্তি ফি ও মাসিক বেতন | admission-&-fees | ভর্তি ফি ও মাসিক বেতন |
active | 2023-09-17 20:09:39 | post | View Edit Delete | |
13 | 20 | সাংগঠনিক কার্যক্রম | sangathonik-karzokorm | সাংগঠনিক কার্যক্রম আসছে |
active | 2023-09-17 20:04:07 | post | View Edit Delete | |
14 | 19 | কার্যকরী সদস্য | karjokory-sadasso | শিগ্রই আসছে
|
active | 2023-09-17 20:01:13 | post | View Edit Delete | |
15 | 18 | সাধারন সদস্য | sadharon-sadasso | আসছে
|
active | 2023-09-17 20:00:17 | post | View Edit Delete | |
16 | 17 | গঠন তন্ত্র | gothon-tontro |
|
active | 2023-09-17 19:57:49 | post | View Edit Delete | |
17 | 16 | গোলাম কুদ্দুস | golam-kuddus | গোলাম
কুদ্দুস ১৯৫৬ সালের ১৩ই মে পৈত্রিক নিবাস নোয়াখালী জেলার চাটখিল উপজেলার
সিংহবাহুরা গ্রামে জন্ম গ্রহন করেন। বাবাঃ আব্দুল মাবুদ, মাঃ খোরশেদ আরা বেগম, স্ত্রীঃ
মরিয়ম নাসরিন, কন্যাঃ সামানজা পৃথী, পুত্রঃ ইয়াসাদ মাবুদ। তিনি
চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুল এবং পরবর্তিতে চট্টগ্রাম কলেজে পড়াশোনা শেষে
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে সম্মানসহ এবং মাস্টার্স ডিগ্রী অর্জন
করেছেন। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদ ‘ডাকসু’র ভারপ্রাপ্ত
ভিপি, হাজী মহসিন হল ছাত্র সংসদের ভিপি এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট
সদস্য নির্বাচিত হন। ছাত্র
রাজনীতি এবং লেখালেখির পাশাপাশি প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলায় রেখে
চলেছেন গৌরবজনক ভূমিকা। নাট্যদল ঢাকা পদাতিক, সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখার সভাপতি
এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের দীর্ঘ সময় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন শেষে
বর্তমানে সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি
স্বাধীনতা পরবর্তি বাংলাদেশের প্রায় প্রতিটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০০০ সালে বাংলাদেশের অন্যতম প্রতিনিধি হিসেবে
জাতিসংঘের মিলিনিয়াম অধিবেশনে যোগদান করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৭টি,
পথনাটক ২টি, গীতি-নৃত্যালেখ্য ৩টি।
তিনি
২০২১ সালে বাংলা একাডেমীর ফেলোশিপ লাভ করেন। তিনি স্বপ্নবিকাশ কলকেন্দ্রের অন্যতম একজন
উপদেষ্টা হিসেবে তার নির্দেশনায় প্রতিষ্ঠানটিকে আগলে রেখেছেন। |
active | 2023-09-16 21:10:01 | post | View Edit Delete | |
18 | 15 | লক্ষ্য ও উদ্দেশ্য | lokkho-uddessho | “সংস্কৃতির স্নিগ্ধ ধারায় সিক্ত হোক সবাই” এই স্লোগানকে সামনে রেখে দেশীয় সংস্কৃতির বিকাশ এবং বাঙালী ঐতিহ্য লালন করাই হচ্ছে স্বপ্নবিকাশ কলাকেন্দ্রের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। |
active | 2023-09-14 17:26:29 | post | View Edit Delete | |
19 | 14 | দিগন্ত সরকার | digonto-sarkar | দিগন্ত সরকারের জন্ম জয়পুরহাট জেলার
সদরে। তিনি সরকারি মডেল
স্কুল থেকে প্রাথমিক এবং
রামদেও বাজলা সরকারি স্কুল থেকে মাধ্যমিক সম্পন্ন
করেন। পরবর্তীতে তিনি জয়পুরহাট সরকারি
কলেজ থেকে বিজ্ঞান বিভাগে
উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য শিল্পী হবার
দীপ্ত সংকল্প থেকে নিজের শিল্পী
মন অবলীলায় প্রকৃতি ও পারিপার্শ্বিকের মাঝে
ছড়িয়ে দেওয়ার জন্য বড় ভাই
অমিত সরকারের প্রেরণায় একেবারে ছোটবেলা থেকে তার গল্পের
রং তুলিতে আঁকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের
স্বপ্নের চারুকলা অনুষদে ভর্তি হন। তিনি ইতিমধ্যেই
স্নাতক শেষ করেছেন ঢাকা
বিশ্ববিদ্যালয়ের অংকন ও চিত্রায়ন
বিভাগ থেকে। বর্তমানে একই বিভাগ থেকে
স্নাতকোত্তর করছেন। জয়পুরহাটে অবস্থানকালে স্কুলে পড়াকালীন সময়ে প্রায় প্রতিটি
জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম প্রথম স্থান অর্জন করে প্রচুর সার্টিফিকেট
ও পুরস্কার অর্জন করেছেন। দিগন্ত সরকার জেলা পর্যায়ে প্রথম
হবার পরে বিভাগীয় পর্যায়ে
প্রথম স্থান অধিকার করেছিলেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন
সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। জয়পুরহাট
স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি
হিসেবে বর্তমানে তিনি দায়িত্ব পালন
করছেন। তিনি বর্তমানে নানা
ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের
সাথেও যুক্ত রয়েছেন।
কোষাধ্যক্ষের পাশাপাশি স্বপ্নবিকাশ কলাকেন্দ্রের চিত্রাঙ্কন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। |
active | 2023-09-10 20:24:12 | post | View Edit Delete | |
20 | 13 | তানজিম জাহান লাজ | Tanjim Jahan Laz | active | 2023-09-10 20:23:46 | post | View Edit Delete |
Loading...
Saving...
Loading...