সংস্কৃতির স্নিগ্ধ ধারায় সিক্ত হোক সবাই

দিগন্ত সরকার


দিগন্ত সরকারের জন্ম জয়পুরহাট জেলার সদরে। তিনি সরকারি মডেল স্কুল থেকে প্রাথমিক এবং রামদেও বাজলা সরকারি স্কুল থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জয়পুরহাট সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।

পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য শিল্পী হবার দীপ্ত সংকল্প থেকে নিজের শিল্পী মন অবলীলায় প্রকৃতি পারিপার্শ্বিকের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বড় ভাই অমিত সরকারের প্রেরণায় একেবারে ছোটবেলা থেকে তার গল্পের রং তুলিতে আঁকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের চারুকলা অনুষদে ভর্তি হন। তিনি ইতিমধ্যেই স্নাতক শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংকন চিত্রায়ন বিভাগ থেকে। বর্তমানে একই বিভাগ থেকে স্নাতকোত্তর করছেন।

জয়পুরহাটে অবস্থানকালে স্কুলে পড়াকালীন সময়ে প্রায় প্রতিটি জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম প্রথম স্থান অর্জন করে প্রচুর সার্টিফিকেট পুরস্কার অর্জন করেছেন। দিগন্ত সরকার জেলা পর্যায়ে প্রথম হবার পরে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছিলেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। জয়পুরহাট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমের সাথেও যুক্ত রয়েছেন।

কোষাধ্যক্ষের পাশাপাশি স্বপ্নবিকাশ কলাকেন্দ্রের চিত্রাঙ্কন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন।