স্বপ্নবিকাশ কলকেন্দ্রের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ আলতাফ হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা। তিনি প্রায় ১৭ বছর ধরে বিশ্বস্ততার সঙ্গে দেশের সেবা করে যাচ্ছেন। মাঠপর্যায়ের বিভিন্ন পদে তার উপর অর্পিত দায়িত্ব তিনি অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন।
একজন সংস্কৃতিকর্মীর পাশাপাশি প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আলতাফ হোসেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দীর্ঘ দুই বছর তিন মাসের কর্মজীবন শেষে বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগে উপসচিব হিসেবে কর্মরত
আছেন।
তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। তারপর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে এমবিএ করেছেন। চাকরির পাশাপাশি তিনি একজন গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী। শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি তার বিশেষ ঝোঁক রয়েছে।
তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ টেলিভিশনে নজরুল সংগীতে তালিকাভুক্ত শিল্পী। তিনি লোকসংগীত, আধুনিক গান, দেশাত্মবোধক গান এবং শাস্ত্রীয় সংগীতেও বিশেষ
পারদর্শী।
তার সহধর্মিনী ডা. কানিজ ফাতিমা বাংলাদেশ সরকারের একজন উচ্চপদস্থ চিকিৎসক। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের পিতা। তিনি মুলত একজন জনকল্যাণমুখী সরকারি কর্মকর্তা। জনসেবা করাই যেন তার মূল লক্ষ্য। দীর্ঘ এ পথ চলায় তিনি সততা, নিষ্ঠা, দক্ষতা ও প্রগতিশীলতার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে চলেছেন।
তিনি প্রশিক্ষণ গ্রহণ, বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, ওয়ার্কশপে অংশগ্রহণ এবং সরকারি দায়িত্বের অংশ হিসেবে তিনি ভারত, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, গ্রীস ও মেক্সিকো ভ্রমণ করেছেন।
হাজারো প্রশাসনিক ব্যস্ততার মাঝেও নিজের
শিল্পী মনকে একটুখানি প্রশান্ত করার লক্ষ্যে উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য
হিসেবে স্বপ্নবিকাশ কলাকেন্দ্রের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে নিজেকে
যুক্ত রেখেছেন অসামান্য দক্ষতায়।