সংস্কৃতির স্নিগ্ধ ধারায় সিক্ত হোক সবাই

পটভূমিঃ


বাংলাভাষার শুদ্ধচর্চা সম্ভব একমাত্র সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্য দিয়ে। যে মধুর ভাষার টানে আবেগী নদীর মত আবেগ নিয়ে জীবন দিয়েছে বাঙ্গালীরা, সেই সত্তায় শুধুই যেন বইছে নিরন্তর ভালবাসা আর অবনত শ্রদ্ধার স্বতঃফূর্ত অভিব্যক্তি। যে অভিব্যক্তি ফুটে উঠে নৃত্যের ঝংকারে, সুরের কলকাকলীতে আর যন্ত্রের বিমুগ্ধ মুর্ছনায়। হৃদয়ে লালন করা সেই আজম্মলালিত স্বপ্ন নিয়ে রক্তে মিশে থাকা কৃতজ্ঞতার এক অদ্ভুত আলোর প্রজ্জলিত শিখায় এগিয়ে চলা শুরু হয় আমাদের। যে আলোয় আলোকিত হবে দেশ, জাতি ও বিশ্ববিবেক। সেই লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে স্বপ্নবিকাশ কলাকেন্দ্র। স্বপ্নের উদাসী আলোয় উদ্ভাসিত হবে আমাদের সকলের অন্তর্নিহিত সত্তা এই আমাদের স্বপ্ন। 

“সংস্কৃতির স্নিগ্ধ ধারায় সিক্ত হোক সবাই” এই স্লোগানকে সামনে রেখে দেশীয় সংস্কৃতির বিকাশ এবং বাঙালী ঐতিহ্য লালন করাই হচ্ছে স্বপ্নবিকাশ কলাকেন্দ্রের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

বিভিন্ন বিভাগ নিয়ে ২০১২ সালের ৩রা মে পোস্ট অফিস হাইস্কুলে শুরু হয় সপ্নীল পরিবেশে স্বপ্নবিকাশ কলাকেন্দ্রের পথচলা। যা এখন এক যুগ পুর্তির সন্ধিক্ষনে আগত প্রায়। শিল্পী তৈরীর দৃপ্ত মানসে আশায় বুক বেঁধে আমরা ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছি আপন মহিমায়। দেশের গনমাধ্যম ও বিদেশের মাটিতে আমাদের নিজস্ব শিল্পীদের পরিবেশনায় সম্বৃদ্ধ হয়েছে আমাদের দেশীয় সংস্কৃতি।

স্বপ্নবিকাশ কলাকেন্দ্রের শিল্পীরা ইতোঃমধ্যে দেশের বাইরে ভারত, চীন, মালয়েশিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিংগাপুর, মিশর, কাতার, দুবাই, গ্রীস ও নাইজেরিয়াতে দেশের সংস্কৃতিকে তুলে ধরার জন্য প্রানপন চেষ্টা করেছে।
বর্তমানে নৃত্য, সংগীত, চিত্রাংকন, গিটার, তবলা এবং আবৃত্তি ও শুদ্ধ উচ্চারন এই ছয়টি বিভাগ নিয়ে স্বপ্নবিকাশ কলাকেন্দ্রে নিয়মিতভাবে প্রশিক্ষন প্রদান ও পরিবেশনা অব্যাহত আছে।
 
সেবামুলক সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবেও স্বপ্নবিকাশ কলাকেন্দ্রের ভুমিকা অনন্য। সকল ধরনের বাঙ্গালীআনায়, বর্ষবরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, জাতীয় দিবস পালনে সক্রিয় অংশগ্রহনের পাশাপাশি সংস্কৃতির প্রতি দায়বোধের জন্যই প্রতিষ্ঠার পর থেকেই সমাজসেবামুলক কার্যক্রমে বিভিন্ন সময়ে আমাদের সীমিত পরিমান সাধ ও সাধ্যের মাঝেও আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে। করোনার ভয়াবহতায় আমাদের অনেক দুস্থ, আর্থিকভাবে অসচ্ছল শিল্পীর পাশে ছিলাম আমরা, এছাড়াও বিবেকবোধ আর দায়িত্বের মাঝেও মনুষ্যত্বের তাড়নায় কখনো শীত বস্ত্র বিতরণ, কখনো বিনামুল্যে শিক্ষাদানসহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় অভাব পুরনে আমাদের সাধ্য এবং বিস্তৃত আকাঙ্খার আন্তঃবিরোধকে অতিক্রম করে অপ্রতুলতার মাঝেও সহানভুতির ছিলনা কোন কার্পন্য।

স্বপ্নবিকাশ কলাকেন্দ্রে বর্তমানে প্রতিষ্ঠাতা সেক্রেটারী হিসেবে অমিত সরকার এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে মৈত্রী সরকার দ্বায়িত্ব পালন করছেন। প্রতি শুক্রবার ও শনিবার স্বপ্নবিকাশ কলাকেন্দ্রের সকল প্রাতিষ্ঠানিক কর্মকান্ড পোস্ট অফিস হাইস্কুল, মতিঝিলে পরিচালিত হয়।

আমাদের ওয়েব সাইটের ঠিকানাঃ www.swapnobikash.com
আমাদের ফেসবুক পেজের লিংকঃ https://www.facebook.com/SwapnobikashKalakendra
আমাদের ইউটিউব চ্যানেলের লিংকঃ https://www.youtube.com/channel/UC8AsA3ZK5czyIVeg3OYLGiw